।। ১১০তম
সংখ্যায় ৩ জন নতুন কবি পুনরাধুনিক কবিতা লিখলেন। রেনেসাঁ, প্রমিত পণ্ডিত, এবং রাণা বসু।
ওঁরা ১টি করে গুচ্ছ কবিতা এবং ১টি করে ছোট্ট কিন্তু তাৎপর্যমণ্ডিত গদ্য জমা
দিয়েছেন, ওঁদের নিজেদের পুনরাধুনিক বিষয়ক। আমি সম্পাদকীয় যুক্তি অনুসারে গ্রহণ
করেছি। জানি না ওঁরা পুনরাধুনিকের পথে অটল থাকবেন কিনা, অথবা কতদিন থাকবেন। সেটা ওঁদের
ব্যাপার।।
।। পুনরাধুনিক
কোনো গোষ্ঠী নয়, ওটা একলা চলার পথ। ব্যক্তিগত, কিন্তু ব্যক্তিসর্বস্ব নয়, সামাজিক। এ কোনো '-ইজম' নয়। যদি ইজম ছাড়া আপনার না চলে, তাহলে এটা ইন্ডিভিজুয়ালিজম।
তাই অনেকে মিলে অভিযাত্রার আলাদা আলাদা পথ, এই সমাজব্যবস্থায়, ১টা নামকে সামনে
রেখে, যেহেতু নাম ১টা দিতেই হয় যুক্তিতক্ক মেনে- ‘পুনরাধুনিক’। এটাও বলে রাখি,
আপনিও চাইলে পুনরাধুনিকে যোগ দিতে পারেন, আপনার নিজের পথ অনুসারে। ১টা গদ্য লাগবে,
কারণ আপনার পথটা যে আদৌ আছে, সেটা আপনার যুক্তি অনুসারেই জানতে চাই। ১ গুচ্ছ কবিতা
চাই। সেই কবিতাগুলো তাদের কল্পনায়, বিস্ময়ে ও শৈলীতে একেবারেই স্বতন্ত্র চরিত্রের
হওয়া চাই। বাংলা কবিতার কোনো বিশেষ গোষ্ঠীর, সীমাবদ্ধ ঘরাণার বা প্রতাপশালী
ব্যক্তির ছাপ যেন সেই কবিতায় না থাকে। আমার কবিতা ও স্টাইলের স্পষ্ট ছাপ থাকলে তো
একেবারেই চলবে না। ‘বাক্’-এ প্রকাশিত হবে।।
।। পুনরাধুনিকে কোনো
ম্যানিফেস্টো নেই। ম্যানিফেস্টেশন আছে। এ কোনো গোষ্ঠীবদ্ধ আন্দোলন নয়। একক অভিযাত্রা। পুনরাধুনিক মানে একা। সঙ্গে কয়েকজন। যাঁদের
মধ্যে কবিতার শৈলীগত মিল নেই। কিন্তু সমাজের প্রতি ১টা
দৃষ্টিভঙ্গি তাঁরা শেয়ার করেন। লেখা আলাদা। কিন্তু লেখার সামাজিক দিকটার
ব্যাপারে তাঁরা সহমত।
তাঁরা সমাজের জন্য কবিতা লিখবেন, কবিদের মধ্যে আবদ্ধ থাকতে নয়। তাঁরা চকচকে মলাটের
পত্রিকার মোহ এবং কবিতা উৎসবের মোচ্ছব থেকে দূরে থাকবেন। তাঁরা সার্বিকভাবে কবিতার
মানুষ হবেন, কবিতা লেখার বাইরেও নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখবেন কবিতার সম্প্রসারণে
ও বিস্তারের লক্ষ্যে। গোষ্ঠীবদ্ধ হবেন না। সমবেত শৃগাল হবেন না। ১-১টি মঙ্গলকারী ভাইরাসের মতো তাঁরা প্রবেশ করবেন বাংলা কবিতার
স্নায়ুকেন্দ্রে। বাংলা কবিতাকে নিয়ে যাবেন মধ্যমেধার প্রতাপের বাইরে, ঘটাবেন
বিকেন্দ্রীকরণ। পরিধিতে বসিয়ে দেবেন দাঁত, জাগিয়ে তুলবেন সমগ্র পরিসরকে।।
।। পুনরাধুনিকের চেতনাটাকে বাংলা
কবিতার সর্বস্তরে ছড়িয়ে দিতে চাই। তবে এই চেতনা কবিতা ছাড়িয়ে সাধারণ সাহিত্য, এমনকি সাহিত্যের বাইরে সমাজের অন্য দিকগুলোতেও ছড়াবে। যদি
কাজটা চালিয়ে যাওয়া যায়।।
অনুপম মুখোপাধ্যায়
সম্পাদক
: ‘বাক্’